• ঢাকা
  • শুক্রবার , ২ জানুয়ারী ২০২৬ , সন্ধ্যা ০৭:৫৯
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভাঙ্গায় পরিত্যক্ত ঘরের পাশ থেকে লাশ উদ্ধার

রিপোর্টার : ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় পরিত্যক্ত ঘরের পাশ থেকে লাশ উদ্ধার প্রিন্ট ভিউ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের পরিত্যক্ত একটি ঘর থেকে বৃহস্পতিবার বিকেলে জহির উদ্দিন (২৮) নামের এক রাজমিস্ত্রীর উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ। সে শরীয়াতপুর জেলার মৃত রুস্তম আলীর পুত্র। বৈবাহিক সুত্রে পৌরসভার নুরপুর গ্রামের কুটি সেকের মেয়ে তায়েবা আক্তারীকে বিবাহ করে সেখানেই বসবাস করত।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, স্কুলের ছেলেরা কাশবনের ভেতরে পরিত্যক্ত ঘরের পাশে লাশটি দেখতে পেয়ে শিক্ষকদের জানায়। তারা পুলিশকে খবর দিলে আমি ও সহকারী পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি। লাশের শরীর থেকে একটি ছুরি ও সিগারেটের প্যাকেট পাওয়া গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সারাদেশ

আরও পড়ুন