স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া হাইস্কুলের ৯ ম শ্রেণীর ছাত্রী ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া (পাড়াদিয়া)গ্রামে তাইজদ্দিন শেখের মেয়ে ইতি আক্তার( ১৫) স্কুল থেকে বাড়িতে এসে ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।৯ মে মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোন স্কুলে যায় এবং পরিক্ষা শেষ করে স্কুল থেকে বাড়ি ফিরে ডিম ভাজা খাওয়া নিয়ে দুই বোনের মধ্যে জগড়া নিয়ে প্রায় ৪ টায় আত্মহত্যা করে বলে নিহতের স্বজনরা জানায়।বোন প্রতিবন্ধী সরমি কে ডিম দিলোনা কেন তাই বোনদের মধ্যে জগড়া হয়।খবর পেয়ে নগরকান্দা থানার এস আই সেলিম লাশের সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেম রিপোর্ট করার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পেলে হত্যা নাকি আত্মহত্যা স্পষ্ট হবে।তবে এখন থানায় কোন অভিযোগ হয়নি।মেয়েকে হারিয়ে নিহতের পিতা ও মাতা বাকরূদ্ধ।