সম্প্রতি প্রগতির চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত প্রধান কার্যালয় এর সভাকক্ষে ২০২৪-২৫ অর্থ বছরে প্রতিষ্ঠানটির উৎপাদন, বিক্রয়, লাভ লোকসান এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সফলতা অর্জনের ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা উত্তরণের লক্ষ্যে বিএসইসি’র পরিচালকবৃন্দ, সচিব, বিপণন বিভাগীয় প্রধান, হিসাব নিয়ন্ত্রক ও প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড়ের উধ্বর্তন কর্মকর্তার সহিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসভায় বিএসইসি’র যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) জনাব মোঃ ওসমান গণি, যুগ্মসচিব ও পরিচালক (পরিঃ ও উন্নঃ), জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, বিপিএএ, যুগ্মসচিব ও পরিচালক (বাণিজ্যিক) জনাব বিশ্বাস রাসেল হোসেন উপসচিব ও পরিচালক (পরিঃ ও উন্নঃ) ড. মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ, এসিএস প্রতিষ্ঠানটির চলতি অর্থবছরে গৃহীত সকল কার্যক্রম সভায় উপস্থাপন করেন।
বিস্তারিত আলোচনা শেষে প্রগতির লক্ষ্যমাত্রা ও লাভের ধারা ধরে রাখতে পরিচালকগণ গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এসময় বিএসইসি’র পরিচালক অর্থ বলেন চলতি অর্থবছরে প্রগতি’র লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষতার সাথে কাজ করে প্রতিবন্ধকতার উত্তরণ ঘটাতে হবে। সভায় বিএসইসি’র সচিব জনাব এ, কে, এম আনোয়ার মোর্শেদ, বিপণন বিভাগীয় প্রধান সচিব, জনাব মোঃ মনিরুজ্জামান খান, হিসাব নিয়ন্ত্রক জনাব অলক প্রিয় বড়ূয়া এবং প্রগতির বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রগতি মিতসুবিসি কোম্পানির পাজেরো স্পোর্ট কিউএক্স, এল-২০০ ডাবল কেবিন পিকআপ, এএসএক্স এসইউভি জীপ, সাউথ কোরিয়ার কিয়া সিরাটো সিডান কার এবং মাহিন্দ্রা ডাবল কেবিন পিকআপ সুনামের সহিত বাজারজাত করে আসছে।