• ঢাকা
  • শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:০৪
ব্রেকিং নিউজ
হোম / অর্থ-বাণিজ্য

ভিয়েতনাম এম্বাসেডর নিগুয়েন মান কোয়াংয়ের সম্মানে বিশেষ অনুষ্ঠান

রিপোর্টার : অনলাইন ডেস্ক:
ভিয়েতনাম এম্বাসেডর নিগুয়েন মান কোয়াংয়ের সম্মানে বিশেষ অনুষ্ঠান প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের এম্বাসেডর মি. নিগুয়েন মান কোয়াংয়ের সম্মানে রাজধানী ঢাকার স্কাই ভিউ কনভেনশন হলে সম্প্রতি এক বিশেষ আলোচনা এবং নৈশভোজের আয়োজন করে ভিয়েতনাম বাংলাশে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ। অনুষ্ঠানটি নোভো কার্গো সার্ভিসেস লি. এর সৌজন্যে আয়োজিত হয়।

অনুষ্ঠানে জাপান, ফিলিপাইন, ব্রনাইয়ের এম্বাসেডর সহ বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, দেশের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা,,দেশি বিদেশি বিনিয়োগকারী, সাংবাদিক, সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুরুতে সংগীত শিল্পী শিরিন শুলতানাও তার দল লালনের গান পরিবেশনকরে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে.ক. (অব.) ফারুক খান এম.পি। বক্তারা ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করেন।   

ভিয়েতনাম বাংলাশে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট সৈয়দ মুস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের আরো বেশি বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। দুই দেশের আন্তরিক ও সহযোগিাতাপূর্ণ ফ্রেন্ডশিপ রয়েছে ৫০ বছর ধরে এবং তা ১৯৭১ থেকে। তিনি এদেশে ভিয়েতনামের বিনিয়োগকারিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আরো বেশি বিনিয়োগের আহবান জানান। তিনি বিশেষ উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশের সোনালী আঁশ জুট যা সেদেশে এক্সপোর্ট হতে পারে অন্যদিকে ভিয়েতনামের অর্থকরী ফসল কফি আমদানি হতে পারে। এভাবে দুদেশের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট সমন্বয় হতে পারে। তিনি বলেন, দুই দেশের প্রকৃতি এবং খাদ্যপণ্য অনেকটা একই ধরনের কাজেই বাণিজ্যে ফুড আইটেম সমন্বয় হতে পারে যা উভয় দেশের জন্য অর্থনৈতিক অগ্রগতি বয়ে আনবে ।

গোলাম ফারুক আলমগীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিসিসিআই তার বক্তব্যে বলেন, বলেন, উভয় দেশের সাথে দীর্ঘদিনের বিজনেস কানেক্টশন রয়েছে।  আমাদের সাথে ভিয়েতনামের বিটুবি ধারায় বিজনেস অগ্রসর বৃদ্ধি পেলে অর্থনৈতিক অগ্রগতি জোরদার হবে।

বক্তব্যে ফারুক এমপি আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট  সৈয়দ মুস্তাফিজুর রহমানকে এধরনের সময়োপযোগী আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ভিয়েতনাম খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। দুই দেশের সরকারের সাথেও অত্যন্ত বন্ধুপ্রতিম সুসম্পর্ক রয়েছে যা প্রায় ২ বিলিয়ন ডলারের চেয়ে বেশি বাণিজ্য স্থাপন করেছে।

ভিয়েতনামের এম্বাসেডর নিগুয়েন মান কোয়াং বলেন, দুই দেশের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক ও অর্থনৈতিক সহায়তা বিদ্যমান রয়েছে। তিনি উলে­খ করেন, ২০২০ থেকে বাংলাদেশের সাথে অর্থনৈতিক  প্রবৃদ্ধি ১.৫ বিলিয়ন ডলার হয়েছে। ক্রমে বাংাদেশ ভিয়েতনামের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ছে। তিনি বলেন, এই কর্যক্রমের অংশ হিসেবে ভিয়েতনাম বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের মেম্বারদের জন্য সহায়তা বজায় থাকবে।

ভিয়েতনাম বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিগ্রে.জেনারেল (অব.), মন্জুর কাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ধারা উভয়ের জন্যই নতুন ইরা। তিনি এই সম্পর্কের সুবাতাস দেশ টু দেশ, জনগণ টু জনগণ, কালচার টু কালচার পর্যন্ত প্রবাহমান থাকুক।

বাউল গানের সাথে অতিথিদের নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


বাণিজ্য

আরও পড়ুন