প্রকাশিত : রবিবার , ১৭ মার্চ ২০২৪ , দুপুর ০২:০১।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ , বিকাল ০৫:৫৩

জন্মদিনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। 

আজ রোববার সকাল ৭টার কিছুসময় পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। এসময় তাঁর সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানা।

পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আওয়ামী লীগের সভাপতি হিসেবেও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।

ধানমন্ডিতে উপস্থিত আছেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেখানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।